ভ্যাকসিন ক্যান্ডিডেট
একটি নতুন টিকা যা পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ব্যবহারের জন্য অনুমতি পায়নি।
পরিবর্তন (মিউটেশন)
ভাইরাসের অভ্যন্তরে জীনগত তথ্যের সূক্ষ্ণ পরিবর্তন। যখন একটি ভাইরাস অসংখ্য ভাইরাসে বিভক্ত হয় বা এর প্রতিলিপি তৈরী করে, তখন ভ্যারিয়েন্ট বা পরিবর্তন বা মিউটেশন হতে পারে।
সেরোলজি
রক্তে উপস্থিত অ্যান্টিবডির (রোগ প্রতিরোধক প্রোটিন) পরিমাণ পরিমাপ করা।
থেরাপিউটিক গুডস নিয়ন্ত্রক সংস্থা (টিজিএ)
থেরাপিউটিক গুডস নিয়ন্ত্রক সংস্থা (টিজিএ) সকল টিকা ও অন্যান্য ঔষধ অষ্ট্রেলিয়ায় ব্যবহারের পূর্বেই পরীক্ষা করে নেয়ার জন্য দ্বায়বদ্ধ।
টিকা
এটি এক ধরণের ঔষধ যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করে নির্দিষ্ট জীবাণুকে আক্রমণ করতে ও রোগ প্রতিরোধ করতে। সচরাচর, কোনো ব্যক্তির জীবাণু সংক্রমণের পূর্বেই টিকা দেয়া হয়ে থাকে। প্রতিটি টিকা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে উক্ত জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরীতে।
টিকা গ্রহণে দ্বিধাগ্রস্ততা
যখন কোনো ব্যক্তি কোনো টিকার ব্যাপারে অনিশ্চিত থাকে এবং বিলম্ব করে অথবা সহজলভ্য টিকা নিতে অস্বীকৃতি জানায়।
শিশি
একটি ছোটো শিশি বা বোতল ঔষধ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
ক্ষীয়মান রোগ প্রতিরক্ষা
যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সময়ের সাথে সাথে কমে যেতে থাকে।
অ্যানাফাইল্যাক্সিস
একটি তড়িৎ ও গুরুতর অ্যালার্জিঘটিত প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া খাবার বা ঔষধ থেকে হতে পারে। উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, জ্ঞান হারানো ও রক্তচাপ কমে যাওয়া। কোনো ব্যক্তির এটি হলে জরুরী ভিিত্ততে চিকিৎসাসেবা দিতে হবে এবং কখনো কখনো মৃত্যুও হতে পারে।
সহযোগ
কোনো একটি ঘটনা সংঘটনের একই সময়ে অন্য আরেক ঘটনা ঘটনের সংযোগ। একই সময়ে ঘটছে বলে এটা প্রমাণিত হয় না যে একটি ঘটনা অন্য ঘটনার জন্য কারন।